একটি মাছির কারণে জাহান্নামে যাওয়ার ঘটনা। শিক্ষানীয় ঘটনা। ঘটনাটি পড়ুন- SR-Media24

Views


একটি মাছির কারণে জাহান্নামে !!!!  ঘটনাটি পড়ুন,
:
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন :
:
" এক ব্যক্তি একটি মাছির কারণে জান্নাতে যাবে আর এক ব্যক্তি মাছির কারণে জাহান্নামে যাবে।
:
 সাহাবীগণ বললেন তা কি ভাবে?
:
 উত্তরে রাসূল (ﷺ) বললেন :
:
 এক জাতির একটি ভাষ্কর্য বা মূর্তি ছিল। ওটার পাশ দিয়ে যেই যেত সেই উক্ত ভাষ্কর্যে কোন কিছু উৎসর্গ না করে যেতে পারতো না।
:
সেখান দিয়ে একবার দু’জন লোক যাচ্ছিল।
তাদের একজনকে মূর্তিওয়ালারা বলল কিছু দান করে যাও।
:
সে বলল, আমার কাছে দান করার মত কোন কিছুই নেই।   তারা বলল একটি মাছি হলেও তোমাকে উৎসর্গ করতে হবে।
:
সুতরাং সে একটি মাছি উৎসর্গ করল। তারা তার পথ ছেড়ে দিল। এভাবে সে জাহান্নামে প্রবেশের
ফয়সালা নিশ্চিৎ করল।
:
এবার অপর জনকেও বলল: কিছু দান
করে যাও ।
:
সে জবাবে বলল, আমি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কোন কিছুই দান করব না।
:
ফলে তারা তরবারী দিয়ে তার গর্দান উড়িয়ে দিল।
কিন্তু সে জান্নাতের ফয়সালা লাভ করল।
:
(মুসনাদে আহমাদ:২২, ইমাম আহমাদ, আয-যুহুদ ১/১৫; বায়হাক্বী, শু‘আবুল ঈমান হা/৭৩৪৩, ইবনু আবী শায়বাহ হা/৩৩০৩৮)
:
:
অথচ আমরা মুসলমান হয়েও অনেকে মাযার বা দরগায় সাহায্য করি যেখানে কবরে সিজদা করা হয়,
:
মৃত কবর বাসীর কাছে বা তার উচিলায় সাহায্য চাওয়া হয়,,
:
এ ছাড়া মুসলিম হয়েও যারা পূজায় যায়, হোলি খেলে তাদের কি অবস্থা হবে নিজেরাই চিন্তা করুন।

কোন মন্তব্য নেই

✔যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের কে জানাবেন।
❌প্লিজ কেউ কেনো প্রকার আজে বাজে কমেন্ট করবেন না।

Blogger দ্বারা পরিচালিত.